কার্টুনুস ডেইলির স্পষ্ট বক্তব্য। গত কিছুদিন ধরে আমাদের এই ‘কার্টুনুস ডেইলি’ পেজে এবং ইমেইলে কিছু স্ক্রিনশট পাঠানো হয়েছে। স্ক্রিনশটগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, কিছু অনলাইন অ্যাকটিভিস্ট আমাদের কাজকে নিজেদের বলে দাবি করছেন। এমনকি কিছু স্ক্রিনশটে দেখা গেছে, কেউ কেউ একই মতাদর্শী মেয়েদের ইমপ্রেস করার উদ্দেশ্যে নিজেকে কার্টুনুস ডেইলির টিম মেম্বার হিসেবে পরিচয় দিচ্ছেন—যা হাস্যকর এবং হতাশাজনক।
আমাদের কাছে এমন অভিযোগও এসেছে যে, কেউ কেউ আমাদের কাজ নিজেদের নামে প্রচার করে আর্থিক কিংবা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন।