প্রতারকদের ফাঁদে পা দেবেন না, কার্টুনুস ডেইলির স্পষ্ট বক্তব্য | Don't fall into the trap of fraudsters, Cartunus Daily's clear statementপ্রতারকদের ফাঁদে পা দেবেন না, কার্টুনুস ডেইলির স্পষ্ট বক্তব্য | Don't fall into the trap of fraudsters, Cartunus Daily's clear statement

কার্টুনুস ডেইলির স্পষ্ট বক্তব্য। গত কিছুদিন ধরে আমাদের এই ‘কার্টুনুস ডেইলি’ পেজে এবং ইমেইলে কিছু স্ক্রিনশট পাঠানো হয়েছে। স্ক্রিনশটগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, কিছু অনলাইন অ্যাকটিভিস্ট আমাদের কাজকে নিজেদের বলে দাবি করছেন। এমনকি কিছু স্ক্রিনশটে দেখা গেছে, কেউ কেউ একই মতাদর্শী মেয়েদের ইমপ্রেস করার উদ্দেশ্যে নিজেকে কার্টুনুস ডেইলির টিম মেম্বার হিসেবে পরিচয় দিচ্ছেন—যা হাস্যকর এবং হতাশাজনক।

আমাদের কাছে এমন অভিযোগও এসেছে যে, কেউ কেউ আমাদের কাজ নিজেদের নামে প্রচার করে আর্থিক কিংবা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন।
এই ধরনের প্রতারকদের ফাঁদে পা দেবেন না।
কোনো ব্যক্তি— যদি সে একজন পরিচিত অনলাইন সেলিব্রেটিও হয়, আওয়ামী লীগ বা সমমনা কোন রাজনৈতিক দলের কোনো পদে থেকেও থাকে—তবুও আমাদের পক্ষ থেকে অফিসিয়াল কনফার্মেশন ছাড়া তার কোনো দাবি বিশ্বাস করবেন না। বিশেষ করে মেয়েদের অনুরোধ করছি—এই ধরনের ফাঁদে পড়ে বিভ্রান্ত হবেন না।
যদি কেউ নিজেকে Cartunus Daily–এর টিম মেম্বার বা সংশ্লিষ্ট বলে দাবি করে, তাহলে নিশ্চিত থাকুন—সে মিথ্যা বলছে। আমাদের কোনও সদস্য আমাদের অফিশিয়াল পেজ ছাড়া অন্য কোনো মাধ্যমে আপনাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে না।
তারপরও আপনি যদি কারও সম্পর্কে নিশ্চিত হতে চান, তাহলে আমাদের এই পেইজে ইনবক্স করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন:
পুনরায় মনে করিয়ে দিচ্ছি:
কার্টুনুস ডেইলি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নয়। আমরা স্বাধীনচেতা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের ছোট একটি টিম। আমাদের কাজ বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল শেয়ার করতে পারে, বা নিজেদের কাজে লাগাতে পারে। যতক্ষণ পর্যন্ত তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকছে, ততক্ষন পর্যন্তই তারা আর আমরা সহযাত্রী।
কার্টুনুস ডেইলি সম্পর্কে আরও জানতে পড়ুনঃ

By Cartunus Daily

Cartunus Daily delivers cartoons that add a touch of humor and perspective to the latest happenings in Bangladesh. Our goal is simple: to make you smile. We’re not connected to any brand, business, or public figure—just here for some fun & fresh insights.