মাঠের বেলাল্লাপনা: তানজিম সাকিবের ধর্মযুদ্ধ আর তামিমের HD ভিউ! Field's 'Obscenity': Tanzim Sakib's Holy War, Tamim Iqbal's HD View.মাঠের বেলাল্লাপনা: তানজিম সাকিবের ধর্মযুদ্ধ আর তামিমের HD ভিউ! Field's 'Obscenity': Tanzim Sakib's Holy War, Tamim Iqbal's HD View.

ক্রিকেট মাঠ এতদিন ছিল ‘পবিত্র উপার্যনালয়‘, ব্যাট-বলের ঠুকঠাক আর বোলারদের দৌড়ে ধুলো ওড়ার জায়গা। কিন্তু সে নাকি এখন অতীত! সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফির নামে সেখানে চলছে ‘বেলাল্লাপনা’, যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন অনেকে! তাঁদেরই একজন আমাদের তানজিম সাকিব, যিনি তার ধার্মিক(?) ইমেজ আর মাঝেমধ্যে ছড়ানো ‘নারী বিদ্বেষী’ (মানে আর কি, যাকে বলে বিশুদ্ধ রক্ষণশীল) মন্তব্যের জন্য বেশ আলোচিত। মাঠের এই ‘অবস্থা’ দেখে তাঁর পবিত্র হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল হয়তো। আর এই রক্তক্ষরণ তিনি কতক্ষণ চেপে রাখবেন? তাই দ্বারস্থ হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অলিখিত প্রধান, ভন্ডামি আর কান্নাকাটির জন্য বিখ্যাত, অবসর নিয়েও ক্রিকেট বোর্ডে ছড়ি ঘোরানো সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাছে।

তানজিমের সরল (?) প্রশ্ন, “আমাগো পবিত্র উপার্যনালয়ে সেলিব্রেটি ক্রিকেটের নামে এইসব বেলাল্লাপনা চলতাছে, আপনি এইগুলা কীভাবে দেখতাছেন তামিম ভাই!” প্রশ্ন শুনে তামিম ভাই-এর সে কি ভাবলেশহীন উত্তর! যিনি খেলার চেয়ে কান্নাকাটি আর নাটক করে ফ্যানদের কাছে পাত্তা পেতে বেশি ভালোবাসেন, সেই তিনিই কিনা এই গুরুগম্ভীর (?) প্রশ্নে বলে বসলেন, “আমি তো ফুল HD কোয়ালিটিতে দেখতেছি! তোর ইন্টারনেট স্লো নাকি রে তানজিম?

ভাবুন একবার! ক্রিকেট বোর্ডকে পারিবারিক কার্যালয় (!!) বানিয়ে ফেলা অলিখিত প্রধান তিনি, অবসর নিয়েও সবকিছুর খোঁজ রাখেন নিবিড়ভাবে, আর মাঠের ‘বেলাল্লাপনা’ দেখছেন তাও আবার ফুল HD-তে! এখন প্রশ্ন হলো, এই ফুল HD তে তিনি আসলে কী দেখছেন? খেলার মান? নাকি তথাকথিত ‘অশ্লীলতা ছড়ানো’ নারী সেলিব্রেটিদের পোশাক-আশাকের ‘উচ্চমান’? এই নিয়েই তো সেইসব সেলিব্রেটিদের উকিল নোটিশও ধরিয়ে দেওয়া হয়েছে!

একদিকে জঙ্গি মতাদর্শের সন্দেহে থাকা তানজিম, অন্যদিকে ভন্ডামির মহারাজ তামিম – দু’জনের দৃষ্টিতেই হয়তো মাঠের পবিত্রতা আজ প্রশ্নের মুখে! হায় রে পবিত্র উপার্যনালয়! তোমার কোলে বসেও কেউ কেউ HD তে বেলাল্লাপনা দেখে, আর কেউ কেউ সেই বেলাল্লাপনার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠায়! হয়তো তামিম ভাই এখন আফসোস করছেন, ইসস! অবসরের আগে যদি জানতাম এমন HD জিনিস মাঠে চলবে, তবে তো কান্নাকাটি বাদ দিয়ে আরও কয়েক বছর খেলে যেতে পারতাম!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *