শান্তির ছেলে ইউসূফ: তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, আমি ঠান্ডা হই নাই।
মুক্তিযোদ্ধা নাতনী দীপ্তি: সে নাহয় বুঝলাম। কিন্তু তারা আপনাকে “লিংগ ছাড়া সিংহ” কেন মনে করে?
(বিশেষ দ্রষ্টব্য: কার্টুনুস ডেইলির ফাউন্ডিং ফাদার ১৬ ডিসেম্বর ২০২৪ সালে ফ্রান্সের একটি কফি হাউজে টিম মেম্বারদের সাথে আড্ডায় সর্বপ্রথম ড. ইউনূসকে “লিংগ ছাড়া সিংহ” উপাধিতে ভূষিত করেন। বাংলাদেশে তো আবার যে যার মতো ইতিহাস লিখে ফেলে, ইতিহাস বিকৃতি থেকে বাঁচার জন্য সবাইকে জানিয়ে দেওয়া হলো, আপনারাও আজ থেকে এই উপাধির সাক্ষী। )