ড. ইউনূসের রাজত্বে দেয়ালে জয় বাংলা লেখার জন্য খুন হতে হয়
– বল, পাকিস্তান জিন্দাবাদ। ছাইড়া দিমু তাইলে।
– জয় বাংলা… জ…য় বাংলা…
দেয়ালে পাকিস্তান জিন্দাবাদ না লিখে জয় বাংলা লেখার কারণে খুন হতে হলো ছাত্রলীগের দুই জন কর্মীকে।

তাদের পরিচিয়:

মো: মাসুদ রানা
পিতার নাম :এজাবুল হক
গ্রাম :খলশী
দলীয় পদের নাম :
সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ, ইলেকট্রিকাল ডিপার্টমেন্ট শাখা,
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট,
সহ- সম্পাদক,নাচোল উপজেলা ছাত্রলীগ
ইউনিয়নের নাম: ফতেপুর
উপজেলার নাম:নাচোল

রায়হান
পিতা:আব্দুর রহিম
ইউনিয়ন:ফতেপুর
উপজেলা:নাচোল
কর্মী, নাচোল উপজেলা ছাত্রলীগ

ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে রাত আনুমানিক ১০:৩০ মিনিটে মাসুদ ও রায়হানকে কুপিয়ে হত্যা করে বিএনপি-জামায়াত।

By Cartunus Daily

Cartunus Daily delivers cartoons that add a touch of humor and perspective to the latest happenings in Bangladesh. Our goal is simple: to make you smile. We’re not connected to any brand, business, or public figure—just here for some fun & fresh insights.