এই লোকটাকে কেউ থামান।
সদ্য গঠিত কিংস পার্টি “বাবুনাগরিক শক্তি”র আমীর, পূর্ব পাকিস্তানের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবীদ ও গ্রামীন ব্যাংকের সাবেক বিতাড়িত মালিক ‘অর্থনীতির সানি লিওনি’, কায়েদে নোবেল, রোহিংগা রাজ ড. মুহম্মদ ইউনূস বাবুনগরীর শাসনামলে প্রতি মাসে গড়ে খুন হয়েছে ৩১৩ জন। এ সময় হামলাকারীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের আঘাতে দেড় সহস্রাধিক মানুষ আহত হয়েছে। এ তথ্য পাওয়া গেছে পুলিশ সদর দপ্তর, হাসপাতাল ও হতাহতদের পরিবারের সূত্র থেকে। এ বছরের শুরুতেও এসব অপরাধমূলক কার্যক্রম থেমে নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্যমতে, জানুয়ারির প্রথম ২৫ দিনেই দেশে প্রতিদিন একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।