বাবা আর একান্ত সচিবের সহায়তায় "আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া" কি পারবে সেরা "সেরা দুর্নীতিবাজ প্রতিযোগিতায়" প্রথম হতে? | With the help of his father and private secretary, will "Asif Mahmud Sajib Bhuiyan" be able to come first in the "Best Corrupt Person Competition"?বাবা আর একান্ত সচিবের সহায়তায় "আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া" কি পারবে সেরা "সেরা দুর্নীতিবাজ প্রতিযোগিতায়" প্রথম হতে? | With the help of his father and private secretary, will "Asif Mahmud Sajib Bhuiyan" be able to come first in the "Best Corrupt Person Competition"?

জাতির নতুন আশার আলো! বয়সে তরুণ, কিন্তু দুর্নীতির অভিজ্ঞতায় বয়োবৃদ্ধ। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া—নামেই বোঝা যায়, শুদ্ধতার শেষ গ্লানি আর শাসকের প্রেতাত্মা।

বাবা ছেলের জোর খাটিয়ে ঠিকাদারি লাইসেন্স পায়—কারণ জনগণের সম্পদ তো তাদের পারিবারিক সম্পত্তি!
আর একান্ত সচিব? তিনি তো একেবারে কোটি কোটি টাকার ম্যাজিশিয়ান! সেই অর্থ গায়েব হয়, যেমন খেয়ালখুশিতে গণতন্ত্র গায়েব হয়।

এই শিশু উপদেষ্টার চারপাশ ঘিরে একেকটি দুর্নীতির নাটক—যেখানে লুটপাট, ঘুষ, ক্ষমতার অপব্যবহার সবই মিলেমিশে এক মহাকাব্য রচনা করছে।
তাই বলে কি তাকে ছোট করে দেখবেন? না! বরং এখনই জাতীয় পর্যায়ে “সেরা দুর্নীতিবাজ প্রতিযোগিতা” আয়োজন করা হোক!
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এক নম্বর জায়গা না দিলে প্রতিযোগিতার মানহানি হবে—বাকি দুর্নীতিবাজদের আত্মসম্মানেই আঘাত লাগবে!

এই যদি হয় শিশু উপদেষ্টার সূচনা, তবে ভবিষ্যতের ভয়াবহতা কল্পনাতীত।

লিখেছেনঃ এস এইচ চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *