জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেছেন, “জাতিগতভাবে প্রয়োজন হলে নারী, পুরুষ ও শিশুদের নির্দিষ্ট পোশাক নির্ধারণের জন্য বোর্ড গঠন করতে হবে।”
নুনুতন্ত্রের জাতির পিতা ড. ইউনূসের হাত ধরে গঠিত নতুন রাজনৈতিক দল National Citizen Party (NCP) এখনো দেশের নারী-পুরুষের পোশাক নির্ধারণ করতে পারেনি। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বললেন, বাংলাদেশের মানুষের পোশাকবিধি নিয়ে তারা সরাসরি কোনো মত দিতে পারবেন না, বরং এ বিষয়ে বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নিতে হবে! অর্থাৎ, মানুষ কী পরবে, তা নিয়ে প্রথমে বোর্ড গঠন হবে, তারপর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসবে।
এই অনন্য সাধারণ পরিকল্পনা বাস্তবায়নের আগেই এক গুরুতর সমস্যা দেখা দিয়েছে—ড. ইউনূস এবার ঈদের জন্য কিছু কিনতে পারছেন না! কারণ, NCP এখনো কোনো ড্রেসকোড ঘোষণা করেনি। বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি কী পরবেন, সেই নিশ্চয়তা নেই। তাহলে কি বোর্ডের আলোচনার শেষ না হওয়া পর্যন্ত তিনি নেংটা থাকবেন?
এমন দুশ্চিন্তার মুখে আমরা NCP-এর প্রতি জোরালো আহ্বান জানাই— ঈদের আগেই পোশাকবিধি ঘোষণা করুন! আপনাদের প্রধান পৃষ্ঠপোষক অন্তত একটা পোশাক যেন কিনতে পারেন, নইলে ঈদের দিন জনগণের জন্য অস্বস্তিকর এক পরিস্থিতি সৃষ্টি হতে পারে! বোর্ড-ফোর্ড যা-ই করুন, একটু তাড়াতাড়ি করুন, অন্তত ঈদের বাজারের আগে! নাহলে ঈদের দিন মানুষকে না চাইতেও ‘অতিরিক্ত কিছু’ দেখতে হতে পারে!