কক্সবাজার প্রতিনিধি: সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাথে গোপন বৈঠক নয়, বরং পদযাত্রার সময় খোয়া যাওয়া মোবাইলের শোকে কাতর হয়ে এবং নতুন আইফোন সংগ্ররহের আশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ চার নেতা কক্সবাজার সফরে এসেছেন বলে জানা গেছে।
তাদের এই আকস্মিক সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিটার হাসের কাছে বার্ষিক পারফর্মেন্স রিপোর্ট জমা দেওয়ার জন্য এসেছেন বলে গুঞ্জন উঠলে তীব্র প্রতিক্রিয়া দেখায় দলটি। অবশেষে গণমাধ্যমের কাছে মুখ খোলেন এনসিপির মোবাইল সংকট মোকাবেলা কমিটির প্রধান ডা. তাসনিম জারা। এক বিষণ্ণ বিবৃতিতে তিনি বলেন, “পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর পুরোটাই মিডিয়া প্রোপাগান্ডা। আমরা এখানে এসেছি আইফোন সংগ্রহ করতে।”
ঘটনার পটভূমি ব্যাখ্যা করে তিনি বলেন, “আপনারা তো জানেন, আমাদের দলটি টোকাই এবং কিশোর গ্যাং নির্ভর। দেশব্যাপী পদযাত্রা করতে গিয়ে মঞ্চ থেকেই আমাদের ১৭ জন নেতার মোবাইল পকেটমার হয়ে গেছে। সর্বশেষ শহীদ মিনারের প্রোগ্রামেও আমাদের নেতা আখতার ভাইয়ের মোবাইলটি খোয়া যায়। এই তীব্র মোবাইল সংকটের মুহূর্তে আমাদের কানে আসে যে, কক্সবাজারে নাকি আজকাল আইফোন ১৬ প্রো ম্যাক্স পাওয়া যায়। তাই আমরা আইফোন সংগ্রহের পবিত্র উদ্দেশ্য নিয়েই এখানে এসেছি।”