জাতীয় সংগীতে আপত্তি জঙ্গিগোষ্ঠীর: দাবি, 'মন ছুঁয়ে ঈমান টলে যায়' | Islamist Militants Demand Change to Bangladesh National Anthem, Claiming it 'Touches Heart, Weakens Faith'জাতীয় সংগীতে আপত্তি জঙ্গিগোষ্ঠীর: দাবি, 'মন ছুঁয়ে ঈমান টলে যায়' | Islamist Militants Demand Change to Bangladesh National Anthem, Claiming it 'Touches Heart, Weakens Faith'
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে—
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥
ওরে বন্ধ কর এই গান!
এই গানে তো মন ছুঁয়ে যায়, ঈমান টলে যায়!”

By Cartunus Daily

Cartunus Daily delivers cartoons that add a touch of humor and perspective to the latest happenings in Bangladesh. Our goal is simple: to make you smile. We’re not connected to any brand, business, or public figure—just here for some fun & fresh insights.