কবিতার নাম: এই বয়সটা উত্তেজনার
কবি: সমন্বয়ক রিফাত রশিদ
তোমার ঠোঁটের ডগায় হোক অগুৎপাত,
আমি সেই লাভা কামড়ে খাবো চুষে খাবো।
তোমার স্তনের ডগায় হোক আমার দীর্ঘশ্বাস
আমি নাহয় সেথায় ক্লান্ত শরীরে হামাগুড়ি
দেবো।
তোমার জড়িয়ে ধরায় হোক আমার শান্তি,
আমি সেথায় লক্ষী ছেলের মতো ঘুমিয়ে
যাবো।
কবিতাটির হাদিয়া ৫০ টাকা।