দেশের সংস্কৃতি রক্ষায় এখন যুদ্ধ চলছে ‘মঙ্গল’ শব্দের সঙ্গে! মঙ্গল শোভাযাত্রা? ওটা তো হিন্দুয়ানী! তাই এবার নাম পাল্টে “আনন্দ শোভাযাত্রা”! কি চমৎকার ইসলামিক আনন্দ!
এখন কি হবে মঙ্গল গ্রহের? ওটার নাম কি হবে ‘আনন্দ গ্রহ’?
আর মঙ্গলবার? ওটাও কি হবে “সাপ্তাহিক ফারুকীবার”?
এদিকে যারা ‘মূর্তি’ বলে হারাম বলে মাথা খুঁড়ে ফেলে, তারাই আবার হাসিনার ব্যঙ্গচিত্র বানালে চুপচাপ তসবিহ গুনে। তখন হারামের ফতোয়া হজ্ব করতে চলে যায় মনে হয়। দ্বিমুখী লোকজনের দ্বিমুখী ইসলাম, সোজা কথা—নিজের স্বার্থে ‘হারাম’ হালাল হয়!
জামাত-হেফাজত-জঙ্গিদের খুশি রাখতে গিয়ে বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে কোরবান দিচ্ছে ‘আধুনিক চিন্তাবিদ’ সংস্কৃতি উপদেষ্টারা।
“হিন্দুয়ানী শব্দ সৌরজগতের কোথাও রাখবো না!”
— এমন ঘোষণা আসতেও পারে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী থেকে।
তাহলে এবার শুরু হোক মহাকাশ শুদ্ধি অভিযান!
মঙ্গল গ্রহ নাম বদলাও,
বৃহস্পতি তে হেফাজত পাঠাও,
আর শুক্র গ্রহে কওমি পাঠ্যক্রম চালাও!
সারা সৌরজগৎ হবে শুদ্ধ, পবিত্র ও গ্লোবাল খিলাফত ফ্রেন্ডলি!
লিখেছেনঃ এস এইচ চৌধুরী