সমন্বয়ক হতে বই না, কম দামের সবজি খেতে বললো হাসনাত-সারজিস No need for books to become a coordinator, Hasnat-Sargis said to eat cheap vegetablesNo need for books to become a coordinator, Hasnat-Sargis said to eat cheap vegetables

“সমন্বয়ক হতে বই লাগে নারে পাগলা। সবজির দাম কিন্তু কম, বেশি করে সবজি খা।” – নবীন লালীদের উদ্দেশ্যে সারজিস আলম-হাসনাত আব্দুল্লাহ দম্পতির মূল্যবান উপদেশ।

অবৈধ সরকারের গর্বের ঝুলি এতটাই খালি যে, শাকসবজির দামে সামান্য পতনই এখন তাদের একমাত্র কৃতিত্ব! বাহবা কুড়ানোর এমন হাস্যকর চেষ্টা দেখে মনে হয়—দেশের সব সমস্যার সমাধান হয়ে গেছে, শুধু সবজি বেচা আর খাওয়া বাকি ছিল!

আসুন বাস্তবতা দেখি। কৃষকের ঘাম ঝরানো ফসল ৫-১০ টাকায় মাঠে বিক্রি হচ্ছে, আর সেই একই পণ্য শহরে ৩০-৪০ টাকায় সিন্ডিকেটের হাতে লুটপাট হচ্ছে। সরকার? তারা যেন কোনো চটুল নাটকের দর্শক—নীরব, নিস্পৃহ, নির্বিকার!

তেল, চাল, ডাল, ডিম, কাপড়—সব কিছুতেই আগুন, কিন্তু সরকার গায়ে হাওয়া লাগিয়ে বলছে, “সবজির দাম কিন্তু কম!

হাস্যকর! একই সাথে করুণ।

এ দেশে শিক্ষার্থীরা চার মাসেও বই পায় না, কল-কারখানা একে একে বন্যাধ হয়ে যাচ্ছে, আসছে না বিদেশি বিনিয়োগ, আর অপরাধ যেন ঘরের পাশের দোকান—সবসময় খোলা। ছিনতাই, খুন, ধর্ষণ এখন সকাল-সন্ধ্যার খাবার। কিন্তু এসব নিয়ে না আছে কোনো উচ্চবাচ্য, না আছে কোনো লজ্জা।

শীতের সবজির দাম কমার ঢাক বাজিয়ে সরকার ভাবছে, তারা বুঝি অর্থনীতির জাদুকর! অথচ বাস্তবতা বলছে, এই সরকারের দেশ পরিচালনা দক্ষতা এখন ইতিহাসের পাতায়—যদি কোনো পাতায় জায়গা পায় কখনো!

মুখে সংস্কার, বাস্তবে ধ্বংস।
মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবেন না, চোখ মেলে দেখুন—আপনার চারপাশে কী ঘটছে।

লিখেছেনঃ এস এইচ চৌধুরী

By Cartunus Daily

Cartunus Daily delivers cartoons that add a touch of humor and perspective to the latest happenings in Bangladesh. Our goal is simple: to make you smile. We’re not connected to any brand, business, or public figure—just here for some fun & fresh insights.