শেরপুরের মধুটিলা রেঞ্জে আরেকটি মা হাতিকে পরিকল্পিতভাবে ইলেকট্রিক শক দিয়ে “হত্যা” করা হয়েছে। এটি পরপর ৪টি হাতির মর্মান্তিক “হত্যার” সাম্প্রতিকতম ঘটনা। ২৫(আনুমানিক) বছরের এই মা হাতিটি প্রায় ২০ মিনিট ধরে বেদনাদায়ক যন্ত্রণা ভোগ করে “মৃত্যুবরণ” করেছে। ভয়াবহ কষ্ট সহ্য করে তার শেষ মুহূর্তগুলো কাটে। তৃষ্ণায় তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল। আর্তনাদ ও ছটফটানি দেখে বিদ্যুতের ভোল্টেজ আরও বাড়িয়ে দিয়ে নিশ্চিত করা হয়েছিল “মৃত্যু”।
এসব দেখার সময় নাই আমাদের “পরিবেশ ম্যামের”, কারন উনার চোখে দুনিয়ার একমাত্র জীববৈচিত্র্য রয়েছে সেন্ট মার্টিনে। প্রতিদিনই তাই “সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন” জপতে থাকেন তিনি।