জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’। এই তরুণ-নেতৃত্বাধীন দলের ইংরেজি নাম হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)। শুক্রবার বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের প্রত্যাশা করেছিলেন। তবে, লক্ষ্য অনুযায়ী জমায়েত না হওয়ায় হাজার হাজার চেয়ার ফাঁকাই রয়ে যায়। আমন্ত্রিত অতিথিদের বেশিরভাগই অনুষ্ঠানে উপস্থিত হননি। সারাদেশ থেকে কর্মীদের ঢাকায় এনেও আশানুরূপ সংখ্যায় জমায়েত করতে পারেনি নতুন এই দলটির নেতারা। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা রকম হাস্যরসাত্মক মন্তব্য ও আলোচনা চলছে। নেটিজেনরা সমন্বয়কদের এই ব্যর্থতাকে হাস্যরসের মাধ্যমে ব্যাখ্যা করছেন।
– কিরে হাজার হাজার চেয়ার ফাঁকা কেন? আর মঞ্চে এতো নেতা কেন?
– কর্মিরা সব নিজ নিজ ধান্ধায় ব্যস্ত, আশেপাশের বিল্ডিং এ তাকায়া দেখ। আর নিজের পকেটে হাত দে, তাইলেই বুঝবি মঞ্চে এতো নেতা কেন।