আপনাদের কি মনে আছে তোফাজ্জলের কথা?
না বলে ভাত খাওয়ার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত বিপ্লবীরা যাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেছিল?
কিছুক্ষন মেরেছে, বিরতি দিয়ে ভাত খায়িয়েছে, তারপর আবার মেরেছে… এই ভয়াবহ লুপ চলেছিল বারবার। যতক্ষণ না তোফাজ্জলের শরীরে আর এক মুঠ ভাত খাওয়ার শক্তিটুকুও অবশিষ্ট ছিল।
মনে রাখবেন তোফাজ্জলকে।
গত বছরের এই দিনেই হত্যা করা হয়েছিল তোফাজ্জলকে।
তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডের এক বছর আজ।
