পাথর রক্ষায় যুদ্ধপ্রস্তুতি: সাদাপাথর এখন দেশের সর্বোচ্চ সুরক্ষিত এলাকা

আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার ইউনূসের পিরামিড প্রকল্প, সাদাপাথরের শেষ পাথরটি রক্ষায় মরিয়া প্রশাসন | Yunus's Pyramid Project Falls Victim to International Conspiracy; Administration Desperate to Protect the Last Stone of Sadapathor. আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার ইউনূসের পিরামিড প্রকল্প, সাদাপাথরের শেষ পাথরটি রক্ষায় মরিয়া প্রশাসন | Yunus's Pyramid Project Falls Victim to International Conspiracy; Administration Desperate to Protect the Last Stone of Sadapathor.

সাদাপাথর, ভোলাগঞ্জ (সিলেট) থেকে বিশেষ প্রতিনিধি: সিলেটের ভোলাগঞ্জে বাস্তবায়নাধীন ঐতিহাসিক ‘ড. ইউনূস পিরামিড’ প্রকল্পের এলাকা থেকে প্রায় সব পাথর রহস্যজনকভাবে চুরির ঘটনায় দেশব্যাপী শোকের ছায়া নেমে আসার পর অবশেষে টনক নড়েছে প্রশাসনের। হাজার হাজার পাথরের গণ-অন্তর্ধানের পর প্রকল্প এলাকা থেকে বিস্ময়করভাবে অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া শেষ সাদা পাথরটি রক্ষায় এবার গঠন করা হয়েছে সশস্ত্র বাহিনীর সবকটি শাখার সমন্বয়ে একটি বিশেষ যৌথ টাস্কফোর্স। জাতীয় নিরাপত্তা কাউন্সিল কর্তৃক এটিকে ‘প্রথম শ্রেণীর জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ’ এবং ‘অখণ্ড স্থিতিশীলতার শেষ চিহ্ন’ হিসেবে ঘোষণা করার পর এর নিরাপত্তায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

সরেজমিনে ভোলাগঞ্জ এলাকা ঘুরে দেখা যায়, একটি মাত্র সাদা পাথরকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে এক অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। পাথরটিকে ঘিরে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয়ের প্রথম স্তরে রয়েছে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট, দ্বিতীয় স্তরে র‍্যাব ও পুলিশের সদস্যরা এবং innermost স্তরে রয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিজস্ব সশস্ত্র ইউনিট। পুরো এলাকাটিকে ‘নো বার্ড ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে, যাতে কোনো উড়ন্ত বস্তু এমনকি পাখিও পাথরটির পবিত্রতা নষ্ট করতে না পারে।

আকাশপথে সার্বক্ষণিক টহল দিচ্ছে বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টার এবং নিকটবর্তী (বর্তমানে প্রায় পানিশূন্য) জলাশয়ে নোঙর ফেলে রেখেছে নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ, যার সদস্যরা ‘অ্যাকুয়াটিক স্টোন ডিফেন্স’ মহড়ায় ব্যস্ত। পাথরটির সার্বক্ষণিক স্যাটেলাইট পর্যবেক্ষণের জন্য দেশের সীমান্ত পর্যবেক্ষণকারী স্যাটেলাইটের গতিপথ পরিবর্তন করে ভোলাগঞ্জের দিকে ফেরানো হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

যৌথ বাহিনীর প্রধান ও অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, “আপনারা যেটিকে শুধু একটি পাথর ভাবছেন, সেটি আসলে একটি পাথর নয়। এটি আমাদের হাজার বছরের শাসনের ভিত্তিপ্রস্তর, জাতীয় অহংকারের শেষ প্রতীক। একটি আন্তর্জাতিক চক্র, যারা স্থিতিশীলতাকে ভয় পায়, তারাই এই প্রকল্পের অর্জনকে ম্লান করে দিতে বাকি পাথরগুলো সরিয়ে ফেলেছে। কিন্তু তাদের ষড়যন্ত্র আমরা সফল হতে দেবো না। এই এক পাথর দিয়েই আমরা পিরামিডের কাজ পুনরায় শুরু করব।”

তিনি আরও যোগ করেন, “পাথরটির যেন কোনো প্রকার দুর্নীতি বা অনিয়মের মাধ্যমে ক্ষতিসাধন না হয়, তা নিশ্চিত করতেই দুদক টিমকে পাহারায় রাখা হয়েছে। তাদের কাজ হলো পাথরটির চারপাশে একটি ‘দুর্নীতিবিরোধী অরা’ বা বলয় তৈরি করে রাখা, যাতে কোনো অসৎ চিন্তা এর কাছেও ঘেঁষতে না পারে। আমরা জীবন দিয়ে হলেও ড. ইউনূস স্যারের পিরামিডের কাজ সমাপ্ত করবো।”

“ইউনূস স্যার পাঁচ হাজার বছর” স্লোগান দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

এই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আসা ব্রিটিশ নিরাপত্তা বিশেষজ্ঞ স্যার রেজিনাল্ড রকস্টেডি মন্তব্য করেন, “আমি ব্রিটিশ রাজপরিবারের কোহিনূর পাহারা দেওয়ার দায়িত্বে ছিলাম, কিন্তু একটি সাধারণ সাদা পাথরের জন্য এমন নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা আমার দীর্ঘ কর্মজীবনে দেখিনি। এটি প্রায়োরিটি নির্ধারণের ক্ষেত্রে এক নতুন বিশ্বরেকর্ড।”

এদিকে, বাকি হাজার হাজার পাথর কীভাবে ও কারা চুরি করল, সে বিষয়ে তদন্তের জন্য ১৩ সদস্যের ‘জাতীয় পিরামিড পাথর চুরি রহস্য উদঘাটন ও তদন্ত কমিশন’ গঠন করা হয়েছে। তবে কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দেখুন, হাজার হাজার পাথর খুঁজে বের করা প্রায় অসম্ভব একটি কাজ। কিন্তু একটি পাথরকে পাহারা দেওয়া অনেক সহজ এবং মিডিয়াতেও ভালোভাবে প্রচার করা যায়। আগে যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদের মূল ফোকাস হলো এই শেষ পাথরটিকে রক্ষা করা। কারণ এই একটি পাথর বাঁচলেই প্রকল্পের ইজ্জত বাঁচবে।”

এই এলাহি কাণ্ডে ভোলাগঞ্জে এক নতুন ধরনের পর্যটন শিল্পও গড়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখন আর সাদাপাথরের সৌন্দর্য দেখতে আসে না, তারা আসে ‘সেই বিখ্যাত শেষ পাথর’ এবং তাকে ঘিরে রাখা সামরিক মহড়া দেখতে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে একটি ‘নিরাপদ পাথর পর্যবেক্ষণ টাওয়ার’ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে।

#, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #, #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *