আমরা বুঝতে পারিনি
আমাদের চুদলিং পং হয়ে গেছে।
আমরা যে নেতাকে মস্ত একখানা বটবৃক্ষ ভেবেছিলাম,
যার উদ্দেশে প্রশস্তির ধ্রূপদী বিন্যাসে কয়েক ডজন
কলাম ছেপেছিলাম
গতকাল তার খাস চামচা বললেন,
‘উনি আসলে মই নিয়ে ভেগে যাওয়ার তালে আছেন।’
এনসিপি নামক যে দলটিকে আমরা তেরমাস ধরে
ক্ষমতার বিরিয়ানি খাওয়ালাম
ক্রমশ তার খেঁকিভাব প্রকট হয়ে উঠছে।
আমরা টের পাইনি
আমাদের বিপ্লবী চেতনা কবে প্রেস রিলিজ হয়ে গেছে
আমাদের প্রিয় টোকাই নেতারা কবে পচা ডিম হয়ে গেছে
আমাদের প্রধান উপদেষ্টা কবে প্রধান মইচোর হয়ে গেছে।
আমরা বুঝতে পারিনি
আমাদের চুদলিং পং হয়ে গেছে।
– কবি কার্টুনুস ডেইলি