
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল), থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এই দুই নেতা বৈঠকে মিলিত হন। বৈঠকে নরেন্দ্র মোদিকে ড. ইউনূসে একটি বাধাই করা ছবি উপহার দেন। আর নরেন্দ্র মোদি ড. ইউনূসকে দেন উপদেশ।
বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি ড. ইউনূসের সঙ্গে আলোচনায় তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, সম্প্রতি প্রধান উপদেষ্টার উত্তর-পূর্ব ভারত সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে তিনি ‘যে কোনও অপ্রয়োজনীয় বক্তব্য এড়িয়ে চলার’ পরামর্শও দিয়েছেন।